বিশ্বজিৎ দাসের দুটি কবিতা
যাপন
শুয়ে থাকতে থাকতে পৃথিবীর মেদ মাংস রক্ত
ফ্যাকাসে হয়েছে আরও।
মুছে গেছে আমাদের অঙ্গীকারের ভঙ্গিমা
খালি ঘরে আলপনা আঁকে সময়ের পলক
যাপনের কথা শেখো!
অসাড় নদীর কাছে এই তো দাঁড়িয়ে কতকাল
আবারও দাঁড়াবে তুমি, শোক ভুলে যাবে!
দেখা হোক ভালোবাসা, গুহার ভিতর
এইভাবে একদিন বলো; মৃত কাঠ...
খুব করে মিশে গেছি
সহজ পাতায়, আমাদের আলাপের মুখে চুমু
শুধু, প্রলয়ের জমকালো মাঠ!
উড়ানীর খেলা
এই নশ্বরতার মানে জানতে চেয়ে তুমি যে মেসেজ করেছ, তার উত্তর দিতে দিতে আমি ফুরিয়ে যাচ্ছি। এই যে কিছুটা
শূন্যস্থান রেখে তোমায় বোঝাচ্ছি, আমাদের বিরহের মানে; রক্তমাংসের পার্থক্য...
রঙচটা শরীরের থেকে ক্রমশ উবে যাচ্ছে ফাগুন। আয়নায়
এখনও একটা পাখি দেখে হাসি পায়! জানি না এসবের অর্থ কী? হাড়ের ভিতরে গুনগুন শুনশান শব্দের ধাক্কা বড় অদ্ভুত। তোমার
আবার মেসেজ এল
অস্তিত্ব নিয়ে এমন অলীক ইয়ার্কি আর কেউ করেনি।
জানো,
সে বছর আমাদের জামাগুলো উড়ছিল। দারুণ শান্ত সে উড়ানীর খেলা।
সেই জামাকাপড়ের অন্ধকারে ঢুকে খাচ্ছি, শুধু খেয়েই যাচ্ছি এই জীবনের মানে...
No comments:
Post a Comment