শীর্ষা’র কবিতা
অণু-পরমাণুর
কবিতা
নূপুর
সামান্য
ধাতুর কাছে যাবজ্জীবন বাঁধা
থাকছে
গতি
গতি
সন্তানের
হাসিটি ঢুকে পড়ল
মায়ের
ঠোঁটে
ঠোঁট
অন্ধকারের
জানালায় বাসা বানাচ্ছে
দুটি
পাখি
পাখি
চিলতে
আকাশের বুকে গড়ে উঠল
পালকের
স্বপ্ন-শহর
শহর
নিজস্ব
আস্তিনে লেগে থাকা বাসি
লিপস্টিকের
দাগ
দাগ
একটি
বক্ররেখা প্রেতাত্মা সেজে ঘুরে বেড়াচ্ছে
ঘুমের
ভেতর
ঘুম
অবিশ্বাস্য কবিরাজি গাছ― মায়ের স্বরযন্ত্রে
বসত
বানিয়েছে
বসত
ইঁটের
ভিড়ে হারিয়ে যাচ্ছে ফুচকা এবং আলুর
অবৈধ
আলাপ
আলাপ
ফেরিওলা
চুরি করে নিয়ে গেল দ্বিপ্রাহরিক
আরামের
ঋতু
ঋতু
রোগ এবং শরীর― সঙ্গমে লিপ্ত একজোড়া
কোকিলের
চোখ
প্রত্যেকটি বেশ ভালো লাগলো
ReplyDeleteঅনেক ধন্যবাদ আপনাকে।
Delete