লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Thursday, January 2, 2025

দেবশ্রী দে-এর কবিতা, ছায়ারোদ নতুন সংখ্যা

দেবশ্রী দে-এর কবিতা


১\ অনন্তের পথিক

 

ঠিক এরপর

ঘুমিয়ে পড়বে খালি পায়ে

ওদের জন্য চুমো এঁকে দেয় পথ

 

আসা-যাওয়ার মধ্যেকার বিভক্তি

চিনিয়েছে তোমাকে

                              প্রিয়তম

 

অনন্তের দিকে

আমিও বাড়িয়ে দিই ঠোঁট

ওরা আসে তোমার ছবি হাতে। আমাকে দেখায়

 

২\ ঢেউ

     

বুকে ধরে রেখেছি যে নদী

জানুক বা না জানুক মাঝির দু'হাত

ঢেউ ওঠে

 

ওঠে ঢেউ

নাভির উপর, ঘুম নামে সেই মাঠে

শিশির- ইশারায়

 

ডুবে যাও, সেই ঢেউয়ে প্রেমিক হৃদয়

 

সব ডুব-এ কালো নেই

সব ডুব তোমার-ও তো নয়

 

ব্যর্থ চিত্রকরের ছবিটির মতো

কেন যেন ভুল শীত তুলে নিতে চাও

No comments:

Post a Comment