লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, January 12, 2025

বাপি গাইন-এর কবিতা, ছায়ারোদ নতুন সংখ্যা

 বাপি গাইন-এর কবিতা

 

ব্যূহ

 

এই দেওয়াল কথা বলবে

আর মাথা নীচু করে সরে আসবে মানুষের কুকুর

 

দেখো— স্পর্শমুখ ভেঙে পড়বে কিছুদূর গিয়ে

আলো ও বাতাস দিয়ে তাকে আর সামলানো যাবে না

অন্যথাও করা যাবে না সে প্রচন্ডকে

 

দুঃখ প্রকাশ করা যাবে কেবল

সম্পর্কের মাথায় হাত দিয়ে দু’এক বিন্দু জল রচনা করা যাবে

যে কোনো দেওয়ালের সামনে জলের প্রতিভার ব্যূহ রচনা করা যাবে কেবল।

 

 

২। অসুখ


মিথ্যে প্রশস্তি বাক্যের মতো দিন যায়

সরলরেখার মতো এ জীবনে

গতি নেই, গতিরোধ নেই কোনো

 

অসুখের ভেতরে বসে শুধু আলো দেখি

জানালার বাইরে দিয়ে 

পৃথিবীর আলো আসে হাওয়া আসে

এই দেহে;

পৃথিবীর ঘ্রাণে কদাচিৎ ভ্রম হয় বেঁচে আছি

 

বেঁচে আছি— এই অনুভূতি ছেড়ে দিতে মায়া হয় খুব

এই দেহ খাবে বলে জেগে আছে আমার অসুখ।

 

 

৩। ব্যর্থ

 

একটি পা চিতায় আর একটি সংসারে

এখন আমি পথভ্রষ্ট আলোর অন্ধকারে

 

দাঁড়িয়ে আছি, অমোঘ যদি স্বল্প দেখা দেয়

হয়তো আমি মুক্তি পাবো, পাবো তো নিশ্চয়?

 

কিন্তু দিকে দিকে পাহারা সম্ভাবনা কই

দাঁড়িয়ে থাকার সম্পর্কে আমিও বন্ধু হই

 

ওই আসাটির, যা এখনও আসতে দেরি আছে

শরীর ভীতু শরীর আমার ব্যর্থ হয়ে বাঁচে।

 

 

৪। স্মৃতি


স্মৃতি এক অভিশপ্ত জোনাকি

একা মানুষের ঘরে

আটকে পড়েছে। 

No comments:

Post a Comment