অমিত পাটোয়ারীর কবিতা
আই হোল
★
দিদিমার
শ্বাস উঠছে হসপিটালে
প্রবাল
বসানো আংটি সমুদ্রসৈকতে ছুঁড়লাম
অ্যাসিড
ভেবে ভুল ক’রে হারপিক-পায়ী হ’ল বন্ধু
কী স্বচ্ছ এই সবকিছু
বাথরুমে জলের বালতিতে।
বক্র কেবল চোখ, ভ্রু-যুগল, সিলিং আর
একটার নিচে একটা না ফেলা
ক্যালেন্ডার
এগরোল
★
ও আজকাল
নিয়মিত আসে না
কখনো
উপরতলায়,
কখনো নিচে গুঁজে দিচ্ছি নিজেকে
বাড়িতে না কাটা মাছ এলেই মনে পড়ে
আমার আর মায়ের রক্তের গ্রুপ আলাদা
পুচকুটা মামমামের কাছে লেগে থাকে আঠার মতন
বাবার সুগার, চোখে ছানি—
একটু একটু ক’রে কাটছে
আমাদের পায়ের তলায় মাটি সমতল নয়
অবতল। যেমন স্ন্যাক্স্ হোটেলে থাকে!
হাফসোল
★
পদ্মপাতার উপর ভগবান দাঁড়িয়ে ছিলেন;
পৃথিবী তখন মাটিশূন্য।
একটা আশ্চর্য বড় পুকুর,
যার পাড়ে ব’সে অশৌচ
খন্ডন ক’রতে হয়
সাঁওতালডিহি থেকে মাটি এনে
ভগবান তৈরি ক’রলেন ঘাস
মেয়েদের
জন্য গাছের আড়াল
আড়ালে
পাতালবাসিনী সূত্রধরের সাজপোশাকে এসে
ভগবানকে বানিয়ে দিলেন
কাঠের রাস, স্নান, ব্যাধ,
দূর্বা...
বাই পোল
★
ইটসুড়কিপাথর নিয়ে তেড়ে আসছে, রাস্তায়।
শুনশান
অদ্ভুত পটিয়সী শাল
দরদাম করছি, যেন ইটসুড়কি ছাড়াই
আমরা ঠান্ডা, স্থিতধী, স্থৈর্যবান, সহিষ্ণু
আর ওরা
ওরা
ওরা এক একটা...
ধুস শালা, আর লিখবই না!
No comments:
Post a Comment