লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, July 13, 2021

প্রসাদ সিং, ১৬

                     প্রসাদ সিং-এর কবিতা

 

অর্ন্তদহন ২ ॥

                             

ঠুঁটো হাতে ছারপোকা ছেড়ে দিয়েছে রাষ্ট্র

ধীরে ধীরে বেদনার সাথে পাতাই বন্ধুত্ব

রাষ্ট্রীয় অন্ধকার চোখ সয়ে যায় বন্য উদযাপনে

বিবর্তনবাদ পড়ছি ছাদ চুঁইয়ে পড়া জলের শব্দে

 

যন্ত্রণা ও বিষণ্নতার মাঝামাঝি বসে আছি 

হলুদ রোদের অপেক্ষায় কাবার হচ্ছে রাত

রাষ্ট্রীয় দূষণে আরো কালো মেঘে ঢাকছে সকাল

নীরবতা লুকিয়ে আছে হলুদ পাতার আড়ালে

 

পাতা মাড়িয়ে, মৃতদেহ মাড়িয়ে রাষ্ট্র এগিয়ে চলে

সহমর্মীদের শোকযাপনে অনুভূতি বিক্রি করছি

মাটি কামড়ে মেটো দাঁতে চুমু দেয় না প্রেমিকা

মুখে মাটি মেখে রাষ্ট্র রূপ নিচ্ছে নদীমাতৃক

 

লেলিহানতায় আগুনের নৃশংসতা মাপা চলছে

ছাইলিপিদের স্থান নেই জীবন্ত সিলেবাসে

হ্যাঁ, আমি ছাই ঘেঁটে দেখার জন্য বসে আছি

অর্ন্তদহনে ঢেলে দেব সভ্যতার ধূসর গোধূলি

No comments:

Post a Comment