লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, July 13, 2021

মহ. শামীম আফরোজ, ১৬

মহ. শামীম আফরোজ-এর কবিতা

 

লড়াই

 

রোজকার চেনা আমি-র খোলকের আড়ালে

আর একটা যমজের বাসাবাড়ি!

 

রোদ-জল-বৃষ্টিতে মেলে ধরি বাইরেরটাকে,

পালাবদলের খেলায় আঘাতের মিউজিক্যাল

বলটা যখন আমার হাতে এসে থামে

বাইরেরটাকেই এগিয়ে দিই!

সাধ আর সাধ্যের মাঝে সমঝোতা,

পাতলা হয়ে যাওয়া চটিতে নতুন ফিতে,

ছেঁড়া কলারে লেগে থাকা সার্ফের গন্ধ,

ভিড়ের মাঝে ঘামে ভেজা জামা,

সাদা ভাত, সাদা যাপন― এসব দলিলনামা একান্তই তার!

 

স্বপ্নরঙে কাল মিশিয়ে যায় ভিতরের জন,

তারও গুটি কেটে বেরিয়ে আসার লড়াই,

লড়াই― বাইরের আমি-টাকে মুক্তি দিয়ে

পছন্দের নামের পরিচয়পত্র বানানোর!

No comments:

Post a Comment