দেবার্ঘ্য সাহা-এর কবিতা
মুসাফির
শব্দ
বুনে কালপুরুষের গান,
সহজ
ভাবেই গাইছে মুসাফির।
কণ্ঠ
যেন জিয়নকাঠির প্রাণ,
সান্ধ্যবুকে
জোনাকিদের ভিড়।
ঋষভ
ছুঁয়ে নিষাদে মন দিলে
চুপ
শহরে ছুটবে ক্যারাভান।
আলোর
ফুলকি ভাঙা অন্তমিলে
ছড়িয়ে
দেবে টুকরো অভিমান।
নামছে
একা ছাদের কিনারায়
ছেড়া
রাতের মায়াবী ক্যানভাস।
মনখারাপি
সুরের মোহনায়
বোবা
জীবন বইছে বারোমাস।
ভাল হোক
বাড়ি
ছাড়ি তারার শিকারে
পিছে
চলে খাজুরাহ শোক।
যোগাযোগ
যদিও বা বাড়ে,
তবুও
সবার ভাল হোক।
কারা
যেন হাঁকডাক দিয়ে
রাজপথে
বিছায় মাদুর।
উপমার
প্রলাপ লাগিয়ে
বেড়ে
দেয় নিরাশার সুর।
আছে
কিছু খুচরো বকেয়া
শুধু
নেই ভরসার লোক।
গুনে
গুনে প্রতিদান দেওয়া।
এখানে
সবার ভাল হোক।
আব্দার
তোমায়
ছাড়া একলা যেমন নদী
সামিয়ানা
জুড়ে ভাবনারা ধ্রুপদী
ফুলের
ভাঁজেই লিখবে ফাগুন যদি
আমায়
নিও চিনে।
আকাশ
জুড়ে কালপুরুষের আলো
চোখের
জলেই মিশল সকল কালো
লুকিয়ে
রেখো যা সব কিছু ভাল
এমন
মিষ্টি দিনে।
না
হয় তুমি হলেই বাবুইবাসা
ঝড়ের
মাঝে মিশিয়ে দিলে আশা
একমুঠো
রোদ নতুন কোনো ভাষায়
আমায়
দিও কিনে…
Bhalo Laglo
ReplyDeleteপ্রত্যেকটি লেখাই অনবদ্য
ReplyDeleteবাহ... খুব সুন্দর করে সহজ ছন্দে লিখেছো। খুব ভালো লাগলো। এই ভাবেই এগিয়ে যাও।
ReplyDeleteKhubiii sundr.. Osadharon❤❤
ReplyDeleteKhub sundar laglo aro emon lekhar protikhay thakbo
ReplyDelete